পরিকল্পিত মানুষ ঘুরে বেড়াচ্ছে গায়ে ও শহরে
প্রতি ইট সিমেন্টর কণা জানে ওদের অভিসন্ধি
বিশেষ কিছু মাথার আদেশে এমনটা হতে পারে
এ আশ্বাস পাওয়া গেছে বহু আগে
তবু কেন নির্বাক হতে চায় রাজার মুকুট
বিশেষ চোখে অলিক ফন্দী আঁটেন যিনি
তিনি কি দেশের কর্তার ভূমিকা নিতে চান ইশ্বর
তবে বলে দাও দেখি - কেমন করে
ওদের চূর্ণ করতে হয় দেখা যাক
আমি দাঁড়াবো সবার সম্মুখে যেখানে আঘাত আসতে
পারে সর্ব প্রথম - তারপর না'হয় তুমি থেকো ইশ্বর
লাশ বয়ে নিয়ে যাবার তো একজন থাকা চাই
প্রতি ইট সিমেন্টর কণা জানে ওদের অভিসন্ধি
বিশেষ কিছু মাথার আদেশে এমনটা হতে পারে
এ আশ্বাস পাওয়া গেছে বহু আগে
তবু কেন নির্বাক হতে চায় রাজার মুকুট
বিশেষ চোখে অলিক ফন্দী আঁটেন যিনি
তিনি কি দেশের কর্তার ভূমিকা নিতে চান ইশ্বর
তবে বলে দাও দেখি - কেমন করে
ওদের চূর্ণ করতে হয় দেখা যাক
আমি দাঁড়াবো সবার সম্মুখে যেখানে আঘাত আসতে
পারে সর্ব প্রথম - তারপর না'হয় তুমি থেকো ইশ্বর
লাশ বয়ে নিয়ে যাবার তো একজন থাকা চাই
No comments:
Post a Comment