জীবন, মৃত্যু, জ্ঞান, অজ্ঞান যে কারো
প্রেমে পড়া
আমার পক্ষে মুহূর্তের ব্যাপার ।
হাজার বছর বেঁচে থাকার ইচ্ছায় বুঁদ
হয়ে যেতে পারি
জীবনের প্রেমে পড়ে ।
হাজার বছর মরে থাকতে পারি
মৃত্যুর প্রেমে পড়ে ।
বই পড়ে কাটিয়ে দিতে
পারি অনেকগুলো জীবন,
মানুষের দিকে লক্ষ
বছর চেয়ে থাকতে পারি, বিবর্তন পর্যবেক্ষণের জন্যে,
সামান্য জ্ঞানের
প্রেমে পড়ে ।
যে কারো প্রেমে পড়ে নিতে
পারি অনেক কচ্ছপ জীবন ।
পৃথিবী, তোমার
প্রেমে পড়েছি যখন
ঘাস ফুল অবশ্যই হতে পারি,
মনে রেখো ।
No comments:
Post a Comment