Wednesday, 28 March 2018

পৃথিবীকে - ১



আমিতো যে কারো প্রেমে পড়ে যেতে পারি,

জীবন, মৃত্যু, জ্ঞান, অজ্ঞান যে কারো প্রেমে পড়া

আমার পক্ষে মুহূর্তের ব্যাপার ।

হাজার বছর বেঁচে থাকার ইচ্ছায় বুঁদ হয়ে যেতে পারি

জীবনের প্রেমে পড়ে ।

হাজার বছর মরে থাকতে পারি

মৃত্যুর প্রেমে পড়ে ।



বই পড়ে কাটিয়ে দিতে পারি অনেকগুলো জীবন,

মানুষের দিকে লক্ষ বছর চেয়ে থাকতে পারি, বিবর্তন পর্যবেক্ষণের জন্যে,

সামান্য জ্ঞানের প্রেমে পড়ে ।
যে কারো প্রেমে পড়ে নিতে পারি অনেক কচ্ছপ জীবন ।



পৃথিবী, তোমার প্রেমে পড়েছি যখন
ঘাস ফুল অবশ্যই হতে পারি, মনে রেখো । 

No comments:

Post a Comment

ধর্ষণের বদলে ধর্ষণঃ সমাজটাই ধর্ষণকারী, প্রত্যেকে ধর্ষিত

প্রায় একমাস আগে গ্রামের পথে হাঁটছি, সাথে বছর দুয়েকের ছোট এক ছেলে । বেশ কদিন ধরে কবিতা লেখার সখ হয়েছে তার, ফলে ওর সাথে হাঁটতে খারাপ লাগে...