Wednesday, 25 April 2018

২৫-০৪-২০১৮

আমি হিমু হতে চেয়েছি দুইদিন,
তারপর মনে পড়লো হিমুরও একজন
রূপা ছিল ।

যে ছেলেটা আমাকে কাকা বলল
সামান্য আলো পাওয়ার আশায়...
সে আমার সমবয়সী ।

একটা গান বেশিক্ষণ শুনলে ঘেন্না জন্মায়
তোমার বেলা উল্টো হল, তোমাকে শুনতে না পেতে পেতে
ঘেন্না ধরে গেল ।

আমাকে যারা বিশ্বাস করার কথা
তারা করতে পারেনা ।
আমাকে যারা বিশ্বাস করার কথা নয়
তারা অনায়াসে বিশ্বাস করে ।

আমারো মাঝে মধ্যে ইচ্ছে জাগে,
নিজেকে একবার বিশ্বাস করে দেখি,
নিজেকে একবার অবিশ্বাস করে দেখি ।।

No comments:

Post a Comment

ধর্ষণের বদলে ধর্ষণঃ সমাজটাই ধর্ষণকারী, প্রত্যেকে ধর্ষিত

প্রায় একমাস আগে গ্রামের পথে হাঁটছি, সাথে বছর দুয়েকের ছোট এক ছেলে । বেশ কদিন ধরে কবিতা লেখার সখ হয়েছে তার, ফলে ওর সাথে হাঁটতে খারাপ লাগে...